জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্টের পঞ্চম দিনে ৪৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করে ২৫৬ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পেয়েছেন ৪ টি করে উইকেট।
জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক ব্রেন্ডন টেলর ৯২ ও ডোনাল্ড তিরিপানো করেন ৫২ রান। ১০ নম্বর ব্যাটার মুজারাবানির ৩০ রানের ইনিংসে ব্যবধানটাই যা একটু কমেছে কেবল।
মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে ব্যাটিং বিপর্যয় এড়িয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর আকস্মিকভাবে তার অবসরের ইচ্ছার কথা প্রকাশ পায়। এরই মাঝে দ্বিতীয় ইনিংসে শাদমান ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে টাইগাররা বিশাল টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবুয়ের দিকে। বল হাতে মিরাজ, সাকিব ও তাসকিন ছিলেন এই টেস্টে উজ্জ্বল। তবে ম্যাচজয়ী ইনিংসের জন্য শেষ টেস্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ।
Leave a reply