ফাইনালে পৌঁছানোর আগেই তৈরি হয়েছিল আর্জেন্টিনার স্মারক জার্সি

|

ফাইনাল ম্যাচ শেষে জার্সির উপর স্মারক জার্সি পরে আর্জেন্টাইনদের উল্লাস। ছবি: সংগৃহীত

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টাইনদের উল্লাসে দেখা গেল এক ভিন্ন ব্যাপার। চ্যাম্পিয়নের স্মারক জার্সি পরে নিয়েছে তারা শিরোপা উদযাপনের শুরুতেই। এতে নীরব এক বার্তা দিলো আলবিসেলেস্তেরা, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কমতি ছিল না তাদের মোটেও। শুধু খেলার প্রস্তুতি নিয়েই বসে থাকেনি তারা; শিরোপা উল্লাসের ধরনটা কেমন হবে তা নিয়েও ভাবনা ও প্রস্তুতি সেরে রেখেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

কোপা আমেরিকায় এই নিয়ে ১৫তম শিরোপা জিতলো আর্জেন্টিনা। তবে শেষ শিরোপাটি এসেছিল ২৮ বছর আগে। মাঝেখানে ৪ বার ফাইনাল খেললেও জয়ের দেখা পাওয়া হয়নি একবারও। এই শিরোপা তাই অনেক সমর্থক ও খেলোয়াড়ের জীবনেরই প্রথম শিরোপা।

এর আগে তিনটি কোপার ফাইনালে খেলে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি হেরেছেন প্রতিবারই। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে মেসির হয়তো শেষ সুযোগ ছিল এটাই। ব্রাজিলের ফুটবল তীর্থ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের এই ফাইনালে জয়ের জন্য ইতিহাস ও পরিসংখ্যানের বিরুদ্ধেও জিততে হতো মেসিদের। কারণ মারাকানায় ১৯৫০ সালে উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের পর ৭১ বছর ধরেই অপরাজিত ছিল সেলেসাওরা। তার সাথে আর্জেন্টিনা তো ফাইনালে ব্রাজিলকে শেষ হারিয়েছে সেই ১৯৩৭ সালে।

তবে মঞ্চ প্রস্তুতই ছিল মহাতারকা মেসির জন্য। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে প্রতিটি মিনিট খেলে, সর্বোচ্চ গোল করে ও করিয়ে, ডিফেন্ডারদের ভয়ংকর সব ফাউলের শিকার হয়েও নিজ শারীরিক সামর্থ্যের সীমা নতুন উচ্চতায় উঠিয়ে দেশকে উপহার দিয়েছেন এই মহাদেশীয় শিরোপা। শেষ বাঁশি বাজার পর তাকে ঘিরেই শুরু হয় উৎসব ও উল্লাস। নীল-সাদা জার্সির উপর দ্রুতই সবাই পরে নেয় চ্যাম্পিয়ন লেখা স্মারক জার্সি।

জার্সির সম্মুখে একটি তারকা এবং তার ভেতরে লেখা ‘১৫’। এর অর্থ, কোপায় আর্জেন্টিনার ১৫তম শিরোপা জয়। জার্সির পেছনে লেখা ‘২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’। লেখাটির নিচে কোপা আমেরিকার আয়োজক ব্রাজিলের মানচিত্র আঁকা আর তাতে ছিল আর্জেন্টাইন স্কোয়াডের সকল সদস্যের স্বাক্ষর। হয়তো ব্রাজিল থেকে নিজ দেশে এই খেলোয়াড়দের শিরোপা নিয়ে যাওয়ার যে একাগ্রতা, তারই নির্দেশক ছিল এই ডিজাইনটি। গোলডটকম জানিয়েছে, ফাইনালে পৌছানোর আগেই এই স্মারক জার্সিটা বানিয়ে রেখেছিল আর্জেন্টিনা দল। ব্রাজিল, ইতিহাস ও পরিসংখ্যানকে জয় করার এই আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের পৌঁছে দিলো ট্রফি উচিঁয়ে ধরার মঞ্চে, যেখানে কনফেত্তির উড়াউড়ির মাঝে উল্লাসে পূরণ হলো এ শতাব্দীতে আর্জেন্টিনার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply