পরিসংখ্যানে ইউরোর ওয়েম্বলি ফাইনাল

|

ইউরোর ফাইনালে আজ মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ওয়েম্বলিতে ইতালি তাদের ১০ম মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলবে আজ। এর মাঝে ৬টি ফাইনাল বিশ্বকাপে আর ৪টি ইউরোতে। ১৪টি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে আজ্জুরিদের সামনে আছে কেবলই জার্মানরা। একমাত্র ইউরোর শিরোপা জিতেছিল ইতালি ১৯৬৮ সালে। আর হেরেছে ২০০০ ও ২০১২ সালের ফাইনাল।

অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর ফাইনাল খেলতে নামবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠলো থ্রি লায়ন্স। দুই ফাইনালের মাঝে এই ৫৫ বছরের ব্যবধানটি ইউরোপিয়ান যেকোনো দলের জন্যই সর্বোচ্চ।

চেকোশ্লোভাকিয়া ও চেক রিপাবলিককে একটি দেশ হিসেবে বিবেচনা করলে, ইউরোর ফাইনাল খেলা ১৩তম দেশ হচ্ছে ইংল্যান্ড। এর মাঝে মাত্র তিনটি দেশই তাদের প্রথম ফাইনালে হেরেছে। দেশ তিনটি হলো যুগোস্লাভিয়া, বেলজিয়াম ও পর্তুগাল।

২০০০ সালে ফ্রান্স এবং ২০১২ সালে স্পেনের কাছে হেরে ফাইনাল থেকে খালি হাতে ফেরে ইতালি। ইউরোতে তাদের চেয়ে বেশি (৩ বার) ফাইনাল হারার রেকর্ড আছে কেবল জার্মানি ও সোভিয়েত রাশিয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply