ভাটারায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ আটক ৫

|

রাজধানীর ভাটারায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ আটক ৫।

রাজধানীর ভাটারা থেকে প্রায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামও জব্দ করা হয়।

সোমবার সকালে ভাটারা থানার সাঈদ নগরের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে গুলশান বিভাগ। অভিযানে আব্দুর রহিম নামে জাল নোট তৈরির অন্যতম হোতাসহ ৫ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম জানায়, ২০১০ সাল থেকে স্বামী-স্ত্রী মিলে জাল নোট তৈরির কাজ করে আসছিলো। এবার কোরবানি ঈদ সামনে রেখে এক থেকে দেড় কোটি জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। এসব জাল নোট তৈরির কাজে আব্দুর রহিমকে সহায়তা করতো তার স্ত্রী ও আরও এক নারী। এছাড়া বাজারে ছাড়ার কাজ করতো ২ ডিলার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply