বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরল ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

|

বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেয়ার কার্যক্রম হয়েছে আজ সোমবার ভোরে।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে নিজ নিজ জেলায় পৌছে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

১ম ধাপে আজ সোমবার (১২ জুলাই) ভোর ৬ টা ৩০ মিনিটে ৬টি বাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। জানা গেছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেয়ার লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই ২ ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাসে করে পৌছে দেয়ার সিদ্ধান্ত
নেয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী ১ম ধাপে আজ সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকা, টাঙ্গাইল থেকে ফেনি, টাঙ্গাইল থেকে মৌলভিবাজার, টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শেরপুরের উদ্দেশ্যে ৬ টি বাস ছেড়ে যায়।

এবং আগামীকাল মঙ্গলবার ২য় ধাপে ক্যাম্পাস থেকে টাঙ্গাইল থেকে রংপুর, টাঙ্গাইল থেকে চাপাইনবাবগঞ্জ ও অন্যান্য জেলায় আরও ২/৩ টি বাস ছেড়ে যাবে বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply