যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি হিসেবে উল্লেখ করাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১২ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিষয়টি নিয়ে বৃটিশ পার্লামেন্টকে চিঠি দেয়া হচ্ছে। এর আগে ঢাকায় ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনারকে জানানো হয়, কোনো দেশ সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সম্প্রতি বৃটিশ সরকার ‘মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট ২০২০’ প্রকাশ করে। সেখানে বেগম খালেদা জিয়া গৃহবন্দি আছেন বলে উল্লেখ করা হয়েছে।
Leave a reply