অ্যাম্বুলেন্সসহ আটকে আছে অসংখ্য যানবাহন; বিকল্প রুটেও যানজটের ভোগান্তি

|

অ্যাম্বুলেন্সসহ আটকে আছে অসংখ্য যানবাহন; বিকল্প রুটেও যানজটের ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধ সেতুর সংস্কার কাজ চলায় গতরাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বিকল্প রুটে ব্যাপক যানজট দেখা দিয়েছে।

অ্যাম্বুলেন্সসহ আটকে আছে অসংখ্য যানবাহন। বিশেষ করে বিকল্প রুট মদনপুর-নবীগঞ্জ ও মোগড়াপাড়া চৌরাস্তায় যানজটের ভোগান্তি বেশি। অতিরিক্ত ট্রাক আর গাড়ির চাপে সড়ক বিভাগের পরিকল্পনা অনুযায়ী যান চলাচল স্বাভাবিক রাখা যায়নি।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সড়ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের জন্য সোমবার থেকে বুধবার দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এসময় ভারী যানবাহনকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ দিয়ে এবং হালকা যানবাহনকে মদনপুর-নবীগঞ্জ চৌরাস্তা দিয়ে চলাচলের জন্য বলা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, মদনপুর-নবীগঞ্জ ও মোগড়াপাড়া চৌরাস্তা রুটে হালকা যানবাহন চলাচলের জন্য বলা হলেও পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply