বিশ্বে করোনায় একদিনে আরও ৮ হাজার মানুষের মৃত্যু

|

বিশ্বে করোনায় একদিনে আরও ৮ হাজার মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা মহামারিতে মোট প্রাণহানি ৪০ লাখ ৬৫ হাজার ছাঁড়ালো। ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু হলো ভাইরাসের প্রকোপে।

বেশ কিছুদিন নিম্নমুখী থাকার পর মঙ্গলবার ফের মৃত্যু ও সংক্রমণ বাড়লো যুক্তরাষ্ট্রে। ২৮৩ জনের মৃত্যু লিপিবদ্ধ হলো এদিন। আর করোনা পজেটিভ সাড়ে ২৬ হাজারের বেশি।

কিন্তু দৈনিক মৃত্যুর হিসাবে শীর্ষে এখনো ব্রাজিল। ১৬শ’র বেশি মানুষ মারা গেছেন মঙ্গলবার। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে। তালিকায় পরের অবস্থানেই আছে ইন্দোনেশিয়া। ৮৬৪ জনের মৃত্যু দেখলো দেশটি। আর নতুনভাবে ৪৮ হাজারের মতো মানুষের দেহে মিললো ভাইরাসটি।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৭৮০ জন। সাড়ে ছ’শ’র মতো মানুষ মৃত্যুবরণ করেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকায়। মোট শনাক্ত ১৮ কোটি ৮৫ লাখের ওপর সংক্রমণ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply