জাস্টিন ট্রুডোর ঈদ শুভেচ্ছা

|

বেশিরভাগ দেশে আজ ঈদ-উল আজহা উদযাপিত হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উপলক্ষে এক বার্তায় বিশ্বের মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছাবার্তাটি হুবহু তুলে ধরা হলো-

“আজ কানাডাসহ বিশ্বব্যাপী মুসলমানরা ঈদ-উল আজহা উদযাপন করবেন। ঈদ-উল আজহার মাধ্যমে মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এই সময়টি ত্যাগ ও দানের শিক্ষায় উদ্ভাসিত হওয়ার সময়, জীবনের যাবতীয় প্রাপ্তিকে স্মরণ করার সময়।

“এই মহান দিনে মুসলমানরা পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে প্রার্থনায় অংশ নেবেন। তারা পরস্পরকে আপ্যায়ন করাবেন, উপহার দেবেন এবং দরিদ্র-অসহায়দের দান করবেন।

“এ বছর কানাডিয়ান কনফেডারেশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঈদ-উল আজহা আমাদের সবার জন্য একটি সুযোগ হয়ে এসেছে। আমাদের শক্তিশালী এই দেশ, যেটি আমাদের সবার ঘর, গঠনে মুসলমান কমিউনিটির অবদানকে আমরা স্মরণ করবো।

আমি ও আমার স্ত্রী সোফি আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি! ঈদ মোবারক!”

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply