জরুরি বিভাগে ঢুকে চিকিৎসককে থাপ্পড়, আটক ১

|

বাড়িতে গিয়ে রোগী দেখতে রাজি না হওয়ায় চিকিৎসককে লাঞ্ছিত।

সুনামগঞ্জে জরুরি বিভাগ ছেড়ে বাড়িতে গিয়ে রোগী দেখতে রাজি না হওয়ায় স্বজনের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে হাসননগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান হাসপাতালের জরুরি বিভাগে যান। তার ভাই অসুস্থ জানিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু জাহিদ মাহমুদকে বাড়িতে নিয়ে যেতে চান তিনি। ডাক্তার জাহিদ জরুরি বিভাগ ছেড়ে রোগীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানানোয় এক পর্যায়ে তাকে চড় মারেন মিজানুর। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

এর আগে গেলো বছরের ডিসেম্বরে এক নার্সকে ছুরিকাঘাত করে মিজানুর। পরবর্তীতে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply