গ্রিজম্যানে আগ্রহ ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির

|

ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান।

বার্সেলোনা ছাড়ার আগেই আঁতোয়ান গ্রিজম্যানকে দলে ভেড়াতে আগ্রহ দেখানো শুরু করেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। যদিও বার্সেলোনা তাকে ছেড়ে দেবে কি না এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

বড় প্রত্যাশা নিয়ে ২০১৯ সালে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান। কিন্তু, প্রত্যাশা পূরণ করতে পারেননি এই তারকা। গেল দুই বছর বার্সেলোনার হয়ে তেমন দৃষ্টি কাড়তে পারেননি তিনি। সবশেষ ৫১ ম্যাচে গোল করেছেন ২০টি। তাই ফরাসি এই তারকাকে বার্সেলোনা ছেড়ে দেবে বলে গুঞ্জন উঠেছে।

বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যানের কাছে গ্রিজম্যান গুরুত্বপূর্ণ হলেও তাকে ক্লাবে রাখা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়-দায়িত্ব তুলে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের হাতে।

এদিকে ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, বার্সেলোনায় গ্রিজম্যানের নড়বড়ে অবস্থান দেখে তাকে এরই মাঝে দলে ভেড়ানোর চিন্তা শুরু করেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply