ব্রিজের ওপর থেকে ফেলে নবজাতককে হত্যা

|

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

নবজাতক কন্যা শিশুকে ব্রিজের ওপর থেকে বেতনা নদীর চরে ফেলে দেয়া হয়। পরে স্থানীয়রা দেখতে পায় শিশুটি জীবিত আছে। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনকরকাটি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ব্রিজের নিচে নদীর চরে একটি শিশুকে দেখতে পায় পথচারীরা। যারা ফেলে দিয়েছিলেন তারা ভেবেছিলো শিশুটি মারা গেছে। তবে ভাগ্যক্রমে শিশুটি তখনও জীবিত ছিল। তবে মাথায় গুরুতর জখম হয় শিশুটির। তাৎক্ষণিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন রশিদ জানান, ঘটনাটি জানার পরই নবজাতক শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বেলা সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কারা এই কাজ করেছে সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply