আগামী ১৫ জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি দুইটি এয়ারলাইন্স। সরকার ঘোষিত দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় এই ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এবং নভোএয়ার।
ইউএস বাংলা এবং নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট চলবে। ঢাকা থেকে সিলেট, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও যশোর রুটে সীমিত সংখ্যায় এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
তবে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই পথে হাঁটবে কি না তা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সরকার ঘোষিত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
Leave a reply