বরখাস্ত হলেন সৌদি আরবের সেনাপ্রধান

|

সৌদি আরবের সেনা প্রধান জেনারেল আব্দুল রহমান আল সালেহকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে তাকে বরখাস্তের ঘোষণা দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।একই সাথে অপসারণ করা হয়েছে স্থল ও বিমান বাহিনীর প্রধানকেও।

তবে বাদশাহর আদেশে, বরখাস্তের কারণ সম্পর্কে কিছু বলা হয় নি। ধারণা করা হচ্ছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি কিনা দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বেও আছেন, তার পরিকল্পনা মতেই বরখাস্ত করা হয়েছে সেনা প্রধানকে। কয়েক মাস আগে তার নির্দেশেই দুর্নীতির অভিযোগে মন্ত্রী, রাজপরিবারের সদস্যসহ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের একজন ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ভাই প্রিন্স তুর্কি বিন তালালকে আসির প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গেলো তিন বছর ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি সেখানে কিছুটা বেকায়দায় পড়ে সৌদি বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply