ইরাকে করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে

|

ইরাকে করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

ইরাকের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে। গতকালের ঐ আগুনে দগ্ধ হন শতাধিক মানুষ।

নাসিরিয়া শহরের করোনার বিশেষায়িত ‘আল-হুসেইন’ হাসপাতালে সোমবার মধ্যরাতে হয় অগ্নিকাণ্ড।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ থেকেই আগুনের সূত্রপাত। যা অক্সিজেন ট্যাংকে ছড়ালে ঘটে জোরালো বিস্ফোরণ। এছাড়া কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দুর্নীতিকেও দায়ী করা হয়।

অগ্নিকাণ্ডের জেরে প্রদেশটির স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল পরিচালক এবং বেসামরিক নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। জরুরি বৈঠকে সুষ্ঠু তদন্তের নিদের্শও দেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। এছাড়া অগ্নিকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ১৩ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন শহরটির আদালত।

এর আগে এপ্রিল মাসেও বাগদাদের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৮২ জন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply