কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুছ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১৪ জুলাই গভীর রাতে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযানে যায়। এ সময় ওই ব্যক্তিকে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দ করা হয় একটি মুঠোফোনও।
ওসি হাফিজুর রহমান আরও জানান, ইতোমধ্যেই ইউনুসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a reply