ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

|

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুতহারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। মহামারির ‘থার্ড ওয়েভ’ রুখতে কড়াকড়ির প্রয়োজন। মঙ্গলবার, রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বলেন, বিনামূল্যে টিকাদান কর্মসূচি এবং প্রশাসনিক উদ্যোগ থাকলেও মহামারি ঠেকাতে জনগণের মাঝে সচেতনতা নেই। উদাহরণ হিসেবে, সম্প্রতি পার্বত্য পর্যটন কেন্দ্রগুলোয় মানুষের ভিড়ের উল্লেখ করেন তিনি। মোদি শঙ্কা প্রকাশ করে বলেন, করোনা শিষ্টাচার অমান্যের কারণে আশঙ্কাজনক হারে বাড়বে সংক্রমণ।

তিনি আরও বলেন, মহামারির তৃতীয় ধাক্কা এলে সেটা কিভাবে মোকাবেলা করবো তা পরের প্রশ্ন। বর্তমানে মূল মাথাব্যথা কিভাবে তা আটকানো যায়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় দ্রুত বিস্তার ঘটছে। সে এলাকার পর্যটন কেন্দ্রগুলোর চিত্র উদ্বেগজনক। শিগগিরই এলাকাগুলোয় কড়াকড়ি আরোপ করা হবে। শুধু প্রশাসন উদ্যোগ নিলেই হবে না, জনগণকেও বিধিনিষেধ মানতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবারেই ভারতে ৪০ হাজারের বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু লিপিবদ্ধ হয়েছে ৬২৩ জনের। যাদের বেশিরভাগই মধ্যপ্রদেশের বাসিন্দা। করোনা মহামারিতে মৃত্যু-সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply