লকডাউনের শেষ দিনে ঢাকায় গ্রেফতার ৪৬২

|

ফাইল ছবি

করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ১৪ তম দিনে আজ বুধবার (১৪ জুলাই) রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর লকডাউনের শেষ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক গ্রেফতার হয়েছেন ৪৬২ জন। এছাড়া ১০৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা। ট্রাফিক বিভাগ ৭৪৪ টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা আদায় করেছে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৪ জুলাই) লকডাউনের ১৪তম দিনের অভিযানে গৃহীত আইনি ব্যবস্থা নেয়া সংক্রান্ত এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, লকডাউনের ১৪তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের মতিঝিল, ওয়ারী, রমনা, লালবাগ, তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply