রেলের সেবা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই: রেলমন্ত্রী

|

ফাইল ছবি।

রেলের সেবা নিয়ে যাত্রীদের মধ্যে কোনো অভিযোগ নেই, সবদিক দিয়েই তারা সন্তুষ্ট বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) লকডাউন শিথিল হওয়ার পর গণপরিবহন চালু হওয়ায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কমিউটার ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি অস্বীকারের উপায় নেই। সাধারণ মানুষকে মানতে বলা হলেও তারা মানছেন না। রেলমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক বিষয়গুলো আগে তুলে ধরে, পরে সমালোচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও সেসব দূর করার চেষ্টা চলছে। টিকিটের বিষয়ে রেলমন্ত্রী বলেন, অনলাইনে ভোগান্তি হওয়াটা অস্বাভাবিক নয়। অনেক মানুষ একসাথে সার্ভারে ঢুকলে সমস্যা হবেই। কিন্তু তারপরও টিকিট পাচ্ছে মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply