‘পুড়ে যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে মালিককে বাধ্য করার দায়িত্ব সরকারের’

|

ছবি: নজরুল ইসলাম খান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে মালিককে বাধ্য করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব শিল্প কারখানায় আগুনে পুড়ে কর্মীরা মারা যায় সেই শিল্প প্রতিষ্ঠান নয় মৃত্যুকূপ। যারা গরীব শিশু-কিশোরদের দৈহিক শ্রমে আসতে বাধ্য করেছে তা নিবারণে ব্যর্থতার দায় সরকারের।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের মতো শিল্প কারখানার দুর্ঘটনায় নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে স্থায়ী সমাধানের জন্য জাতীয় মানদণ্ড প্রণয়নের দাবি বিএনপির।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply