বয়স আঠারোর্ধ্ব হলে শিক্ষার্থীরা টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংগৃহীত ছবি।

চলমান মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তাকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে।।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন উত্তর ও দক্ষিণবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। লকডাউনের সুফল শুরু হয়েছে। তিনি জানান, গ্রামে আক্রান্ত বেশি হচ্ছে। তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা শুরুতেই হাসপাতালে আসতে চান না। গ্রাম পর্যায়ে তদারকির ব্যবস্থা রাখার ব্যাপারেও জোর দেন তিনি। লকডাউন শিথিল করায় আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা জানান তিনি। ঈদের আনন্দ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply