ওয়াজ মাহফিলে সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি

|

জৈন্তাপুরের ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে ও খাবার বিতরণ করা হয়েছে।
 
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও পুলিশ সুপার মনিরুজ্জামান। সংঘর্ষের এক পর্যায়ে উপজেলার কেন্দ্রি, আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠালবাড়ি গ্রামের বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০টি পরিবার।
 
দুপুরে জেলা প্রশাসনের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের নগদ ৩ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। সাথে আপাতত তাদের চাল-ডাল-তেল মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যও প্রদান করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে দুটি করে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান সহায়তা অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply