বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশে চারা রোপনে অনিয়মের অভিযোগ

|

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে চারা রোপনে অনিয়মের অভিযোগ।

বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক প্রশস্ত করার সময় কেটে ফেলা হয়েছিল অসংখ্য ছোট-বড় গাছ। কাজ শেষে মহাসড়কের ২৭ কিলোমিটার অংশে ৫৪ হাজার বনজ ও ঔষধি গাছ লাগানোর কথা ছিল। এরই মধ্যে সেই কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এ পর্যন্ত ১০ কিলোমিটার অংশে যেসব গাছের চারা রোপণ করা হয়েছে তার অধিকাংশই মৃত।

স্থানীয়রা বলছেন, যেসব চারার কিছু পাতা এখনও সুবজ আছে, সেগুলোর বেশিরভাগ বাঁচবে না। সড়ক বিভাগ বলছে, গাছ লাগানোর কাজ বুঝে না পেলে ঠিকাদারকে অর্থ ছাড় দেওয়া হবে না।

সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, চারা রোপন ছাড়াও আগামী দুই বছর রক্ষণাবেক্ষণ করতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজ বুঝে না পেলে অর্থ ছাড় করা হবে না বলেও জানিয়েছেন তারা।

বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, গাছ লাগানোর দুই বছরের মধ্যে যদি চারা নষ্ট হয় তবে তাদের সেগুলো পালটে দিতে হবে। এটি তাদের সাথে চুক্তিতেই আছে। এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই।

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট ঠিকাদারকে পাওয়া যায়নি ।

উল্লেখ্য, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ২৭ কিলোমিটার অংশে গাছের চারা রোপনের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭১ লাখ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply