লকডাউনে বরিশালে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে। আজ সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষাসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভিন্ন মেসে অবস্থান করছিলো শিক্ষার্থীরা। লকডাউনের কারণে তারা বরিশালে আটকে পড়ে। তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবী জানানো হয়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভিন্ন রুটে ভাগ করে আজ থেকে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরা।
Leave a reply