জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ইনজুরিতে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা তাই খুবই কম।
মূলত প্রস্তুতি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। টিম সূত্রে জানা গেছে তার গোড়ালিতে ফোলা আছে। ঝুঁকি এড়াতে প্রথম ওয়ানডেতে তার না খেলার সম্ভাবনাই বেশি। গ্রেড ওয়ান ইনজুরিতে পড়া ফিজের সেরে উঠতে অন্তত ৩ দিন সময় লাগতে পারে।
মোস্তাফিজের ইনজুরিতে ম্যাচের আগে পেস বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ। দেরিতে ভিসা পাওয়ায় প্রথম ম্যাচ মিস করছেন রুবেল হোসেন।
সাম্প্রতিক সময়ে টেস্ট খুব একটা খেলছেন না মোস্তাফিজ। তবে সীমিত ওভারে বাংলাদেশের মূল বোলার তিনিই। তার না খেলাটা তাই একটা বড় ধাক্কাই হবে তামিমের দলের জন্য।
Leave a reply