১৮ জুলাই থেকে অনলাইনে বিক্রি হবে ঢাকায় ফেরার ট্রেনের টিকেট

|

ঈদে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারাদেশে। ছবি: সংগৃহীত

ঈদে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারাদেশে। ঈদের পর ঢাকা ফেরার টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে ১৮ জুলাই থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার যমুনা নিউজকে এসব তথ্য জানান। স্টেশনের বিকল্প হিসেবে এবার আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করা হয়েছে বলেও শুক্রবার (১৬ জুলাই) জানান তিনি।

ঈদে ২৫ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া মেইল কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এছাড়া করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইতোমধ্যে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। ট্রেনগুলো বিধিনিষেধ মেনেই চলছে বলে দাবি সংশ্লিষ্টদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply