ইউরোপের বন্যা পরিস্থিতি: জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬

|

ইউরোপের বন্যা পরিস্থিতি: জার্মানিতে মৃত্যের সংখ্যা বেড়ে ১০৬ দাঁড়িয়েছে

ছবি: সংগৃহীত

প্রলয়ঙ্কারী বন্যায় জার্মানিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। এ নিয়ে ইউরোপে বন্যায় প্রাণ গেছে ১২৫ জনের।

এখনও নিখোঁজ প্রায় ১৩শ মানুষ। এরমধ্যে জার্মানির রাইনল্যান্ড প্যালা-টি-ন্যাট প্রদেশেই প্রাণ গেছে ৬৩ জনের। বন্যার পানির ঢল আর ভূমিধসের কারণে প্রধান প্রধান সড়ক ও সেতু বিধ্বস্ত হওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে রাইন-ওয়েস্টফেলিয়া, সিনজিগসহ ১২টি এলাকা। এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাইন, দানিয়ুব আর মেউজ নদীর পানি। ফলে নৌকা নিয়েও উদ্ধারকাজ সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শুধুমাত্র হেলিক্পটার দিয়েই চলছে উদ্ধারকাজ।

এই দুর্যোগকে গেলো ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন জার্মান আবহাওয়াবিদরা।

এদিকে প্রাণহানি বেড়েছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও। এরমধ্যে নেদারল্যান্ডসে ম্যাস্টরিখ্ট শহরের কাছে জুলিয়ানা খালের পাড় ভেঙ্গে বন্যার পানি ঢুকে পড়ায় জারি করা হয়েছে সতকর্তা। সরিয়ে নিতে বলা হয়েছে পুরো শহরের বাসিন্দাদের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply