অলিম্পিক থেকে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

|

ইজুমিসানোতে অনুশীলনরত উগান্ডা দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতির মাঝেই আগামী ২৩ জুলাই জাপানের টোকিওতে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিকের। তবে অলিম্পিকে যাওয়ার পর আসর শুরু হবার আগেই নিখোঁজ হয়ে গেছেন উগান্ডার অ্যাথলেট জুলিয়াস সেকিতোলেকো। পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় খোঁজা হচ্ছে তাকে। শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।

পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণ শিবির থেকে উগান্ডার জাতীয় দলের এই ক্রীড়াবিদ নিখোঁজ হয়েছেন। এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ তাকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে।

স্থানীয় কর্তাব্যক্তিরা গত শুক্রবার জানিয়েছে, জুলিয়াস সেকিতোলেকোর লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা, আমি জাপানে কাজ করতে চাই।

তদন্তে জানা গেছে, ইজুমিসানো থেকে ২০০ কিলোমিটার দূরের নাগোয়াগামী একটি বুলেট ট্রেনের টিকেট কিনেছিলেন সেকিতোলেকো।

উগান্ডা থেকে আসা দলটি পশ্চিম জাপানের ইজুমিসানো সিটিতে অবস্থান করছে। ২০ বছর বয়সী জুলিয়াস সেকিতোলেকোর এবারের অলিম্পিকে ভারোত্তোলনে অংশ নেয়ার কথা ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply