পানির দাবিতে উত্তাল ইরান

|

ছবি: সংগৃহীত

পানির দাবিতে উত্তাল ইরানের দক্ষিণাঞ্চল। দেশটির খোজেস্তান প্রদেশের বিভিন্ন শহরে পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ হয়।

এসময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এসময় গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গেল বছরের তুলনায় চলতি বছর চাহিদার তুলনায় অন্তত ৫০ শতাংশ পানি কম পেয়েছেন খোজেস্তানের বাসিন্দারা। এর ফলে তেল শোধনাগার, ইস্পাতসহ বিভিন্ন ভারী শিল্পের কার্যক্রম কমেছে অর্ধেকেরও বেশি। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন অঞ্চলটির নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply