এক ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো নারী লিগের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে কিংস।
শেষ দুই ম্যাচে বসুন্ধরা কিংসের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। শেষ ম্যাচের আগেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেছে ক্লাবটি। কাচারিপাড়ার বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো ১১টি গোল করে কিংসের ফুটবলাররা।
কৃষ্ণা রানী সরকার করেছেন ৫ গোল। ৪ গোল সাবিনা খাতুনের। আর ৩ গোল শামসুন্নাহার জুনিয়রের। ১ টি করে গোল করেছেন সানজিদা, মনিকা, আনাই মিনি ও সুমাইয়া। আসরে সর্বোচ্চ ২৪ গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার।
Leave a reply