জার্মানিতে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে শুধু জার্মানির দক্ষিণ কোলনের বাসিন্দা ১৩৩ জন, আর বাকি ২৪ জন বেলজিয়ামের অধিবাসী। উদ্ধারকর্মীরা জানিয়েছে এখনও শত শত মানুষ নিখোঁজ।
গত শুক্রবার দক্ষিণ কোলনের ওয়াজেনবার্গের প্রায় ৭০০ বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। ওয়াজেন বার্গের মেয়র মার্সেল মৌরের জানিয়েছেন, গত ৫০ বছরে এমন দুর্যোগের মুখোমুখি হইনি আমরা, গতকাল শুক্রবারের পর পানির উচ্চতা তেমন বৃদ্ধি না পেলেও আমরা বন্যা পরিস্থিতি স্থিতিশীল তা বলছিনা, তবে আমরা আশাবাদী। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলতে পারছিনা, কারণ আমাদের উদ্ধারকর্মীরা জনসাধারণের জীবন রক্ষায় প্রাণপন লড়ছেন।
বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, দুঃখজনক হলেও মেনে নিতে হচ্ছে যে আমাদের অনেকেই এই বন্যায় মৃত্যুবরণ করেছেন। এখনও ২০ জন বেলজিয়ান নিখোঁজ, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত কয়েকদিনের বন্যায় বেলজিয়ামের পূর্বাঞ্চল ও জার্মানির রাইনল্যান্ডের অধিকাংশ এলাকা ডুবে গেছে। এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও নেই বিদ্যুৎ সংযোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ডসে জারি করা হয়েছে সতর্কতা।
Leave a reply