বিদেশফেরতদের সাথে চলছে রমরমা ভুয়া কোয়ারেন্টাইন বাণিজ্য (ভিডিও)

|

ভুয়া কোয়ারেন্টাইন হোটেল বুকিং।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিটের সাথেই বিদেশফেরতদের ধরিয়ে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইন হোটেলের ভুয়া বুকিং। কিছু স্বার্থান্বেষী ট্রাভেল এজেন্ট কোয়ারেন্টাইন স্টিকারের গাড়িতে তাদের এয়ারপোর্ট পার করে দিচ্ছে।

আর অগ্রিম নিয়ে নিচ্ছে ১৪ দিনের পুরো ভাড়া, এরপর বিদেশফেরতরা কোয়ারেন্টাইন না করেই বাড়ি চলে যেতে পারছেন। শর্ত শুধু, ১৪ দিনের জন্য রেখে যেতে হবে পাসপোর্ট। টিকা ছাড়া দেশে ফেরাদের কোয়ারেন্টাইন নিয়ে এ বাণিজ্য এখন রমরমা।

যমুনা টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসয়ের ইকে ৫৮৬ ফ্লাইটে স্বপরিবারে ঢাকা ফেরেন দুবাই প্রবাসী আল-আমিন। তার করোনা টিকার দ্বিতীয় ডোজ না থাকায় যেতে হবে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনে। সঙ্গে দুবাই থেকেই ব্যুক করে আসা হোটেলের স্টাফ। যেখানে রেজিস্ট্রারে তাদের গন্তব্য লেখা ছিল উত্তরা।

কিন্তু গাড়ি তাকে নিয়ে রওনা হয় উল্টোদিকে। ৪০ গজ পর গাড়ি থামিয়ে নেমে পড়েন হোটেল এজেন্ট। যমুনার ক্যামেরা দেখেই তড়িঘড়ি করে গাড়িতে উঠে আবার দ্রুতগতিতে ছুটে পালায় গাড়িটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যমুনা টেলিভিশনের অনুসরণের মুখে, এক হোটেল রেখে আরও ২ হোটেল ঘুরে তারা যান বনানীর ওয়েস্ট পার্ক হোটেলে। এখানেই তাদের কোয়ারেন্টাইন ব্যুকিং দেখানোর চেষ্টা করে এয়ারপোর্ট থেকে সঙ্গে আসা হোটেল এজেন্ট আরিফের। অথচ সে এই হোটেলের নিয়োগপ্রাপ্ত কেউই নয়।

দুবাই ফেরত আল-আমিনের দাবি, দফায় দফায় টাকা আর দিরহাম দিয়েও মূল ভুক্তভোগী এখন তিনি নিজেই। কোনো কাগজ ছাড়া শুধু ব্যক্তি পরিচয়ে ভুয়া ব্যুকিংয়ে দিয়েছেন টাকা পাসপোর্ট। ওয়েস্ট পার্কের এমডি তাকে বলে দেন, লাগবে না কোয়ারেন্টাইন, বাড়ি চলে যান।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৫২ টি অনুমোদিত হোটেল আছে রাজধানীতে। ঝুঁকিপূর্ণ ১২ দেশ থেকে করোনা ভ্যাকসিন ছাড়া আসাদের ব্যুক করতে হয় এসব হোটেল। ক্ষেত্রবিশেষে ভাড়াও পরিশোধ করতে হয় অগ্রিম। সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইনের দ্বায়িত্ব নেওয়া ৫২ টি হোটেলের ১১ টির বিরুদ্ধে পাওয়া যাচ্ছে ভুয়া কোয়ারেন্টাইনের অভিযোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply