বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

|

একটি ট্রাক রেলিংয়ে ধাক্কা দিলে ব্রিজটি একপাশে ঝুঁকে পড়ে। ছবি: সংগৃহীত

রোয়াংছড়ি সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়ক বিভাগ জানায়, শুক্রবার (১৬ জুলাই) রাতে মালবাহী একটি ট্রাক রেলিংয়ে ধাক্কা দিলে ব্রিজটি একপাশে ঝুঁকে পড়ে। শনিবার সকালে ছোট যানবাহন পারাপার হলে তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ আছে বান্দরবানের সাথে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েছে যাত্রী আর যানবাহন চালকরা।

তবে এরই মধ্যে ব্রিজটি মেরামতের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply