চট্টগ্রামে সরবরাহ বাড়লেও চড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম

|

চট্টগ্রামের বাজারগুলোতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।

লকডাউন শিথিলের পর পাল্টেছে চট্টগ্রামের সব কাঁচাবাজারের চিত্র। নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা তো আছেই, কোরবানি ঈদকে সামনে রেখে বেড়েছে ক্রেতার আনাগোনা। লকডাউন শিথিলে বাজারে সরবরাহ বাড়লেও স্বস্তি নেই দামের ক্ষেত্রে।

৪০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কিছুদিন আগেও ৩০ টাকা দরে বিক্রি হওয়া সবজি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। বাজারে গিয়ে হিসাব মেলাতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা।

পর্যাপ্ত সরবরাহেরও পরও দাম বৃদ্ধির জন্য বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। কেউ বৃষ্টি, কেউ বাড়তি পরিবহন খরচের কথা বলছেন, অনেকে দাম বাড়ার বিষয়টি স্বীকার করতেই নারাজ। ব্যবসায়ীরা বলছেন, পাইকারী বিক্রেতার কাছ থেকেই তাদের কিনতে হচ্ছে চড়া দামে। যার ফলে দাম একটু বেশি।

এদিকে কোরবানী ঈদকে সামনে রেখে কিছুদিন ধরেই উর্ধমূখী আদা, রসুনসহ বেশকিছু মসলাম দাম।

হঠাৎ করে বেড়েছে গরুর মাংসের দামও। সব কোরবানি পশুর হাটে চলে যাওয়ায় এখন গরুর সংকটের কথা বলছেন বিক্রেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply