কোরবানিকে সামনে রেখে প্রস্তুত সাভারের ট্যানারিগুলো

|

কোরবানি ঈদে চামড়া সংগ্রহের প্রস্তুতি প্রায় শেষ করেছে সাভারের ট্যানারিগুলো।

আসছে কোরবানি ঈদে চামড়া সংগ্রহের প্রস্তুতি প্রায় শেষ করেছে সাভারের ট্যানারিগুলো। চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য এরই মধ্যে মজুদ করা হয়েছে লবণসহ প্রয়োজনীয় সব কেমিক্যাল। আর কাজের পরিবেশ ঠিক রাখতে বিসিকও নিয়েছে বাড়তি প্রস্তুতি।

কোরবানির ঈদ এলেই ব্যস্ত হয়ে পড়ে সাভারের ট্যানারিগুলো। এরই মধ্যে সংরক্ষণ করা হয়েছে পুরাতন চামড়া। নতুন চামড়া গ্রহণেরও প্রস্তুতি শেষ করেছে তারা। বাড়তি চাপ সামাল দিতেও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

এ বছর ৮০ লাখ পিছ চামড়া সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও, করোনার এ সময়ে তা বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তায় ট্যানারী মালিকরা। তারা বলছেন, করোনায় অর্থনৈতিক যে সংকট তৈরি হয়েছে তাতে এই লক্ষ্যমাত্রা পূরণ করা বেশ চ্যালেঞ্জিং হবে।

বিসিক বলছে, ট্যানারিগুলোতে কাজের পরিবেশ ঠিক রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সাভার চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক জিরেন্দ্র নাথ বলেন, আমরা আগামী দুই মাস চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য কেমিক্যাল মজুদ রেখেছেই। বিদ্যুৎ ও পানির সরবরাহে যেন সমস্যা না হয় সেজন্যেই সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply