অলিম্পিকে অংশ নেবেন তৃতীয় লিঙ্গের এক ভারত্তোলক

|

অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে ভারোত্তনে অংশ নেবেন তৃতীয় লিঙ্গের খেলোয়াড় লরেল হাবার্ড। ছবি- সংগৃহীত।

আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি (আইওসি) টোকিও অলিম্পিকে তৃতীয় লিঙ্গের এক খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ড তাদের দলে লরেল হাবার্ড নামে একজন তৃতীয় লিঙ্গের ভারত্তোলককে স্থান দেয়। এ
নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আইওসি।

তবে সংস্থাটির সভাপতি টমাস বাখ বলেছেন, বর্তমান নিয়ম-কানুনের মধ্যে লরেল হাবার্ডের টোকিও অলিম্পিকে অংশ নিতে বাধা নেই। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ভবিষ্যতে আইন পর্যালোচনা করবে আইওসি।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে অলিম্পিকে খেলার মানদন্ড নির্ধারণ করে দিয়েছে আর্ন্তজাতিক ভারত্তোলন ফেডারেশন। লরেল হাবার্ড সেসব মানদন্ড পুরণ করে এখানে এসেছে। হঠাৎ আমরা তা বদলে দিতে পারি না।

লরেল হাবার্ড নারী না হয়েও টোকিও অলিম্পিকে মেয়েদের বিভাগে ৮৭ কেজি ওজন শ্রেণিতে, ভারত্তোলনে অংশ নেবেন। ৪৩ বছর বয়সী লরেল অলিম্পিক ইতিহাসে প্রথম ৩য় লিঙ্গের অ্যাথলেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply