আটলান্টিকে ডিঙ্গি থেকে ১৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

|

আটলান্টিকে ডিঙ্গি থেকে ১৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ছবি: সংগৃহীত

আটলান্টিক সাগরে একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৮ অভিবাসীন প্রত্যাশীকে। শনিবার স্পেনের কোস্ট গার্ড নিশ্চিত করেছে এ তথ্য।

উদ্ধারকৃতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুক্রবারের অভিযান শেষে গ্রান কানারিয়ার একটি বন্দরে নিয়ে যাওয়া হয় তাদের। উপকূল থেকে ৮০ মাইল গভীরে ছিল নৌকাটি। স্প্যানিশ কোস্ট গার্ডের টহলরত একটি বিমান শনাক্ত করে ডিঙ্গিটি। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের উদ্ধার করে জরুরি উদ্ধারকারী টিম। অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলো তারা। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছর এ পর্যন্ত আফ্রিকা থেকে প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশী ঝুঁকি নিয়ে প্রবেশ করেছে কানারিসে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply