টাইগারদের লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে সমালোচনার পর এবার প্রশংসা

|

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে নয় ব্যাটসম্যান খেলিয়ে সমালোচিত হচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। তবে টাইগারদের এমন কৌশলে মিলেছে সাফল্যও। পরিকল্পনা সফল হওয়ায় খুশি নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। আর দলের জয়ে সবার অবদান থাকাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিনায়ক তামিম ইকবাল।

১৬ মাস পর সাদা পোশাকে ফিরে মাহমুদউল্লাহ খেলতে নেমেছেন আট নম্বর ব্যাটসম্যান হিসেবে। নয় নম্বরে নামতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এত লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

অবশ্য ভুল পাল্টাতে সময় লাগেনি। হারারের বাউন্সি উইকেটে টপ অর্ডারের ব্যর্থতার পর টেল এন্ডারের দৃঢ়তায় ম্যাচ জেতে বাংলাদেশ। ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

ওয়ানডেতেও একই কৌশল বাংলাদেশ শিবিরে। লম্বা ব্যাটিং লাইনআপের ফায়দা মিলেছে প্রথম ম্যাচেই। সাকিব-তামিমদের ব্যর্থতার পরও পথ হারায়নি ডোমিঙ্গো শিষ্যরা। তাই শুরুর সমালোচনা সামলে প্রশংসিত হচ্ছেন নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। তিনি বলেন, আমরা নয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত আস্থা রাখতে পারি। ৭ জন সলিড ব্যাটসম্যানের সাথে দু’জন অলরাউন্ডার। এই পরিকল্পনাটা সবাইকে নিয়ে। এক-দু’জনের উপর নির্ভরশীল না। যার সুফলও মিলছে।

এদিকে নতুন কৌশলে সুফল আসায় খুশি অধিনায়ক তামিম ইকবাল। এখন শক্তিশালী দেশগুলোর বিপক্ষেও বাংলাদেশ এই রণনীতি নিয়ে মাঠে নামে কিনা সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, ঈদের পরই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply