৩০ বছর বয়সীরা আজ থেকে করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে সোমবার (১৯ জুলাই) জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। জানানো হয়েছে পরের ধাপে আরো পাঁচ বছর কমানো হবে।
টিকাদান কর্মসূচি সংক্রান্ত একটি কমিটির ভার্চুয়াল মিটিংয়ে রোববার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে টিকাগ্রহণের বয়সসীমা ৪০ থেকে নামিয়ে ৩৫ করা হয়েছিল। এবার সেটি নামানো হলো ৩০ এ।
তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টিকা গ্রহণের বয়সসীমা করা হয়েছে ৫৫ বছর।
টিকার জন্য নিবন্ধনের অ্যাপ ‘সুরক্ষা’য় এখন থেকেই ৩০ বছর বা তার বেশি বয়সীরা নিবন্ধন করতে পারছেন।
Leave a reply