জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল খেলবে সাকিব-তামিমরা

|

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামীকাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন তামিম ইকবালের দলের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। প্রথম দুই ওয়ানডেতে নিজেদের মেলে ধরতে না পারা মোসাদ্দেক হোসেন সৈকত আর মোহাম্মদ মিঠুনের যে কেউ বাদ পড়তে পারেন দল থেকে।

প্রথম ম্যাচে বল এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সাকিব আল হাসানের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে পুরো দলকে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে আফিফ হোসেন ও সাইফুদ্দিনের দৃঢ়তায় লম্বা ব্যাটিং লাইনআপের সুফল পাচ্ছে টাইগাররা। বল হাতে তাসকিন ও শরিফুলের ফর্মেও আশাবাদী হতে পারেন অধিনায়ক তামিম ইকবাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply