আগামী মাসে আসছে আরও ১ কোটি ২৯ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

|

দেশে আসছে আরও ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন। ছবি: সংগৃহীত

আগামী মাসে আরও ১ কোটি ২৯ লাখ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাতে মডার্নার ৩০ লাখ ভ্যাকসিন বিমানবন্দরে আসার পর ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসের শেষ দিকে আরও ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া যাবে। এছাড়াও আসবে জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ ভ্যাকসিন। আগামী মাসে রাশিয়া থেকেও ৪০ লাখ টিকা আসবে বলে জানান তিনি। করোনা যেন ঈদের আনন্দ শেষ করে না দেয় তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জাহিদ মালেক।

মন্ত্রী জানান, সব জায়গায় ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। টিকাদান কার্যক্রমের ক্ষেত্রে পর্যায়ক্রমে বয়সসীমা কমানো হবে। এছাড়া শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী আরও জানান, দেশে ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যৌথ উদ্যোগ কিংবা সরকারি অথবা বেসরকারি উদ্যোগে হলেও ভ্যাকসিন তৈরী করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply