নিরাপদে পৃথিবীতে ফিরলেন জেফ বেজোস

|

শুরু হলো মহাকাশ পর্যটন।

স্বপ্নের মহাকাশ যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন জেফ বেজোস অ্যান্ড কোং। ১০ মিনিটের কম সময়ের এই মহাকাশ যাত্রায় জেফ এর সঙ্গী হিসেবে ছিলেন তার ভাই মার্ক, তরুণ মহাকাশযাত্রী অলিভার ডায়মেন, ও কিংবদন্তী মহাকাশ গবেষক ওয়ালি ফাংক।

মহাকাশে পর্যটনের ভবিষ্যত নিয়ে কাজ শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে এই আলোচিত যাত্রায় রওনা হয়েছিলেন জেফ বেজোস। নিউ অরিজিন নির্মিত মহাকাশযান নিউ শেফার্ডে করে টেক্সাসের স্থানীয় সময় সকাল ৯ টায় যাত্রা শুরু করেন তারা।

ভূপৃষ্ঠ থেকে ৭৬ কি. মি. ওপরে বেজোসকে বহণকারী ক্যাপসুলটি মূল যানটি থেকে বিচ্ছিন্ন হয়ে ভুপৃষ্ঠে অবতরণ করে। তার কিছুক্ষণের মধ্যে মূলযানটি পৃথিবীর বায়ুস্তর অতিক্রম করে জিরো গ্র্যাভিটি অঞ্চলে প্রবেশ করে। যেখানে মূলযানটি ৪ মিনিট অবস্থান শেষে যাত্রীসমেত ভূপৃষ্ঠে ফিরে আসে।

ইতোমধ্যেই ক্যাপসুলটি প্যারাশ্যুটযোগে পৃথিবীতে ফিরে এসেছে। যাত্রীরা সকলেই নিরাপদ ও সুস্থ আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply