ইসরায়েলি বাঁধার মুখে আল-আকসা’য় ঈদের নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

|

আল-আকসা মসজিদে আজ ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।

সারাবিশ্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় করতে আল-আকসা মসজিদ চত্বরে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহিংস বাঁধা উপেক্ষা করে কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের আগের দিন সোমবার (২০ জুলাই) ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ঈদের নামাজ আদায় করতে মসজিদ চত্বরে প্রবেশ করেন হাজারো ফিলিস্তিনি।

এর আগে গত রোববার (১৮ জুলাই) দখলদার ইহুদি নিরাপত্তা বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়ে নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের বেধড়ক মারপিট করে মসজিদ প্রাঙ্গণ থেকে বের করে দেয়। ঈদের আগে নিরীহ ফিলিস্তিন মুসলিমদের উপর এমন সহিংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান, তুরস্ক, মিশর, পাকিস্তান, জর্ডানসহ বেশকিছু মুসলিম দেশ।

এদিকে আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো আল-আকসায় দখলদার ইহুদিদের আগ্রাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, গত মে মাসে পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে জবাবে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা অভিমুখে রকেট হামলা চালায় হামাসসহ অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। পরে এক সপ্তাহের বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। গত মে মাসে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply