যুক্তরাষ্ট্রে ২ শতাধিক ব্যক্তি মানকিপক্স রোগে আক্রান্ত

|

যুক্তরাষ্ট্রে ২ শতাধিক ব্যক্তি মানকিপক্স রোগে আক্রান্ত

ছবি: সংগৃহীত

বিরল মানকিপক্সে আক্রান্ত ২ শতাধিক রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭টি অঙ্গরাজ্যে মিলেছে সংক্রমণের নজির।

চলতি মাসের শুরুতেই টেক্সাসের এক ব্যক্তি নাইজেরিয়া থেকে মানকিপক্সে আক্রান্ত হয়ে ফেরেন। ধারণা করা হচ্ছে, তার মাধ্যমেই ছড়িয়েছে সংক্রমণ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি জানায়, আফ্রিকা থেকে বিমানে আটলান্টা ও এরপর ডালাসে যান ওই ব্যক্তি। সেই দুই ফ্লাইটে তার সংস্পর্শে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।

সবশেষ ২০০৩ সালে মানকিপক্সের সংক্রমণ পাওয়া যায় যুক্তরাষ্ট্রে। স্মলপক্স প্রজাতির ভাইরাসজনিত রোগের একটি ধরন মানকিপক্স। সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোয় এই রোগের প্রবণতা দেখা যায়। ১ শতাংশ ক্ষেত্রে গুরুতর আকার ধারণ করে রোগটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply