ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু কাটতে গিয়ে আহত শতাধিক

|

কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক আহত হয়েছে। ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। আহতদের অনেকে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ৫-৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ধীমান দেবনাথ জানান অন্তত ৮০ জনের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ গরু-মহিষ জবাই করতে গিয়ে শিংয়ের গুঁতো এবং লাথিতে আহত হয়েছে। আবার অনেকে মাংস কাটতে গিয়ে আহত হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply