মাস্টারশেফ এর অভিজ্ঞতা কাজে লাগাতে চান কিশোয়ার

|

মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় অংশ নিয়ে এখন সেলিব্রেটি শেফ এ পরিণত হয়েছেন কিশোয়ার চৌধুরী।

রান্না বিষয়ক রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেকেন্ড রানার আপ বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী এখন রীতিমত সেলিব্রেটি। যমুনা টেলিভিশনের সাথে কথোপকথনে জানালেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রাপ্তি ঘটেছে তার। বাংলাদেশের অগণিত মানুষের সমর্থন ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কিশোয়ার। আশা করছেন, শিগগিরই আসবেন দেশে।

বাঙালি রান্নায় অস্ট্রেলিয়া জয় করলেন কিশোয়ার চৌধুরী। আমের টক থেকে খাসির রেজালা; সব বাঙালিয়ানা স্বাদ তুলে ধরেছেন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ায়। আর প্রতিযোগিতায় পুরো সময়টা কিশোয়ারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান বাংলাদেশের অগণিত মানুষ। এমন ভালোবাসায় মুগ্ধ কিশোয়ার। জানালেন গভীর কৃতজ্ঞতা, একইসাথে দেশবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা।

এত বড় অর্জনের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে কিশোয়ার জানান, আপাতত রান্না বিষয়ক বই লেখায় মনযোগ দিচ্ছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করেন কিশোয়ার।
কিশোয়ার বলেন, মাস্টারশেফ এ অর্জিত বিপুল অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। এজন্য পাশে চান সবাইকে। পরিশেষে ধন্যবাদ জানালেন যমুনা টেলিভিশনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply