মাদারীপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা 

|

মাদারীপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদারীপুর শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জেলার চার উপজেলা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি ক্যাটাগরিতে ১২টি দল জেলা পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে থেকে তিন গ্রুপের তিনটি দলকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্যে চূড়ান্ত করা হয়। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

পরে ১২টি দলের ১০ জন করে প্রতিযোগী শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এসময় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply