পাকিস্তানের সংসদে অর্ধ লক্ষ ইঁদুর

|

পাকিস্তানের সংসদে কোনো ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ আছেন কিনা, কে জানে? তবে থাকুক বা নাই থাকুক; দেশটির সংসদের পিল পিল করে ছুটাছুটি করে অর্ধ লক্ষ ইঁদুর।

এমনটি জানিয়েছে দেশটির গণ মাধ্যম জিও টিভি। তারা জানায়, সংসদে ইঁদুরের উপদ্রব নতুন কিছু। এক সমীক্ষায় দেখা গেছে, ধেড়ে ইঁদুরগুলো কোনো রকম ভয়-ভীতি ছাড়া পুরো সংসদ ভবন জুড়ে বিচরণ করে। শুধু সংসদ ভবন নয়, ওই ভবনের সংসদ সদস্যদের থাকা জায়গা, ক্যাফেটোরিয়া, প্রধান মন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্ট ভবনেও ইঁদুরের উপদ্রব বেশ।

বাধ্য হয়ে দেশটির কর্তৃপক্ষ ইঁদুর নিয়ন্ত্রণে একটি ‘কর্মকৌশল’ হাতে নিয়েছে। তবে এর আগে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে বার্ষিক সাড়ে ছয় কোটি রুপি দেওয়া হত।

কিন্তু ওই উদ্যোগটি যে ফলপ্রসু হয়নি, সংসদ ভবনে অভয়ারণ্যের মতো ইঁদুরের অবাধ বিচরণ কি সে বিষয়টি বলে দিচ্ছে না?

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply