কাইফকে বাস ড্রাইভার বলে কটূক্তি!

|

সেই ন্যাটওয়েস্ট ট্রফি, মনে আছে তো? আরে, ফাইনালে জিতে লর্ডসের বারান্দায় জার্সি খুলে অর্ধ নগ্ন হয়ে বিজয়োল্লাস দেখিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ও বাঙ্গালি বাবু সৌরভ গাঙ্গুলি।

এবার নিশ্চয় মনে পড়েছে? ইংল্যান্ডের গড়া ৩২৬ রানের ইনিংস তাড়া করতে নেমে ১৪৬ রানেই ৫ উইকেট হারিয়েছিল ভারত। অনেকটাই নিশ্চিত হারের মুখে থাকা অবস্থায় যুবরাজের সঙ্গে কাইফের সেই দুর্দান্ত জুটি ক্রিকেট ইতিহাসে ভারতকে এনে দিয়েছিল এক রোমাঞ্চকর বিজয়। মোহাম্মদ কাইফ ওই ম্যাচে ৭৫ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা।

তো ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির সেই ফাইনালে কাইফকে তৎকালীন ইংল্যান্ড ক্রিকেট দলে অধিনায়ক কী বলে স্লেজিং করেছিলেন, জানেন? ‘বাস ড্রাইভার।’

এত পর বছর এই কথাটি আর কেউ নন, স্বয়ং কাইফই এক টুইট বার্তায় তার ভক্তদের জানিয়েছেন। এক ক্রিকেটভক্তেরর করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টুইটে এক ক্রিকেট ভক্তের প্রশ্ন :

 

কাইফের জবাব:

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply