সিরাজগঞ্জে মাদকের অপব্যবহার বিরোধী সংবাদ সম্মেলন

|

ষ্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ শামসুল হক সম্মেলন কক্ষে জেলা তথ্য অধিদফতরের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সভাপত্বিতে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রসাশক কামরুন নাহার সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাছির উদ্দিন, সাংবাদিক হেলাল আহম্মেদ, আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা রুবেল প্রমূখ।

মাদক দ্রব্যের অপব্যবহার দেশের যুবসমাজ তথা আপামর জনগোষ্ঠীর জন্য একটি বড় হুমকি। একটি সুখী, সমৃদ্ধ সমাজ গঠনে সরকার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হলে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত দেশে পরিনত করতে হলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধের বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply